অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, গাড়ির ফিটনেস না থাকাসহ নানা অনিয়মের দায়ে ৬৫টি বাসের কাছ থেকে ২ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ এ জরিমানা আদায় করে।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রামের ১০ স্পটে ১০টি ভ্রাম্যমাণ আদালত ৩৩টি বাসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।