রাজবাড়ীর গোয়ালন্দে ১৯ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে চারজনের নাম উল্লেখ করে এবং দু'জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ওই তরুণীর বাবা। পরে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলো-গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকার সজল ওরফে শরিফ বেপারি, ঘোষপট্টি এলাকার মো. মিঠু ও উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আলামিন শেখ।
তরুণীর বাবা জানান, গত শনিবার রাত ১টার দিকে তিনি ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না পেয়ে ভাইকে নিয়ে খুঁজতে শুরু করেন। পরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রেললাইনের সেতুর কাছে যাওয়ার পর কয়েকজনকে পালিয়ে যেতে দেখেন। ওই সময় শরিফ বেপারি ও মিঠুকে ধরে ফেললে তারা ক্ষমা চায়। পরে লোকলজ্জার ভয়ে তাদের ছেড়ে দিয়ে তাঁরা মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসেন।
ওই ঘটনার পর স্বজনের পরামর্শে মঙ্গলবার ওই তরুণীর বাবা গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে ইউএনও গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বিষয়টি জানালে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার রাতেই মামলা নেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, ওই তরুণীকে ধর্ষণ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।