রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বৃহস্পতিবার দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

গত ২২ আগস্ট মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের হেমাটোলজি বিভাগের ডা. সালেহ এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অমিত কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর।