হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে উপাচার্যের দপ্তরে গিয়ে তারা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন।

তারা দাবি জানান, অনাবাসিক এবং আবাসিক ছাত্রীদের আইডি কার্ড দেখিয়ে যে কোনো হলে প্রবেশের সুযোগ দেওয়া, হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করা, হলের গেস্টরুম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, হল প্রশাসনের সদাচরণ এবং হলের কর্মচারীদের শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ বন্ধ করা।

তারা আরও দাবি জানান, দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বৃদ্ধি করা, ক্যাম্পাসে যাতায়াতে সঠিক রিক্সাভাড়া নির্ধারণ এবং এ ব্যাপারে যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা করা, খাবারের গুণগত মান বৃদ্ধি করতে হবে ও প্রত্যেক হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা এবং শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক লাবিসা রিমা, রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন, শামসুন্নাহার হলের সভাপতি খাদিজা আক্তার উর্মী, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সভাপতি কোহিনুর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে একদল শিক্ষার্থী আগামী ৪ সেপ্টেম্বর একই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করার ঘোষণা দিয়েছিলেন।