সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাই উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, সবার সহযোগিতা পেলে এসব সমস্যা সমাধান করে এ শহরকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাব।

শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন।

মেয়র আতিক বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ। আমি আশা করবো, আপনারা সমাজের অসঙ্গতি তুলে ধরবেন। তাহলেই আমরা সেসব সমাধান করে মানুষের বাসযোগ্য করতে পারব। নিজের কাজ, সততা, নিষ্ঠা দিয়ে একেকজন সাংবাদিক একদিন জাফর ওয়াজেদের মতো সাংবাদিক হবেন, এটাই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, সাংবাদিকতা করে খ্যাতি অর্জন করা যায়, আবার অপসাংবাদিকতা করে দ্রুতই বাড়ি-গাড়ির মালিক হওয়া যায়। কোনটা হবেন, সেটা আপনার ওপর নির্ভর করছে।

এ সময় পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত ছিলেন।