- বাংলাদেশ
- দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভিসিদের, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভিসিদের, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি

দীপু মনি। ফাইল ছবি
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের (উপাচার্য) বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য-আর্থিক অনিয়মের প্রমাণ মিলছে। সেসব ব্যক্তিদের জন্য অন্য উপাচার্যদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সে কারণে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সকল বিশ্ববিদ্যালয় উপাচার্যদের এসব অনিয়ম থেকে বিরত থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন।
সভা সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৈরি নিয়োগ নীতিমালা অনুসরণ করতে আহ্বান জানান। এটি অনুসরণ করলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম বন্ধ হবে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি। এ নীতিমালা দ্রুত প্রণয়ন করার প্রস্তাব করেন উপাচার্যরা।
সভায় উপাচার্যরা বলেন, ঢাকা-চট্টগ্রামে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বাসাভাড়া কিছুটা বেশি হলেও তার বাইরের শিক্ষকরা কিছুটা কম পান। ঢাকার বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের আবাসিকে থাকলেও ঢাকার বাইরের শিক্ষকরা ক্যাম্পাসের মধ্যে থাকতে চান না। বাইরে বাসা ভাড়া নিয়ে থাকেন। শিক্ষকদের নির্ধারিত ভাড়ার অর্থের অনেক কম টাকায় বাইরে বাসা ভাড়া পাওয়ায় তারা অর্থ বাঁচাতে বাইরে থাকেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাড়ি খালি থাকছে। সরকার রাজস্ব পাচ্ছে না। বাড়ি ভাড়া না বাড়ালে শিক্ষকরা সেখানে থাকতে আগ্রহী হচ্ছেন না।
সভায় উপাচার্যরা যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতি ও বৈষম্যসমূহ তুলে ধরেন। শিক্ষামন্ত্রী সেসব সমস্যা শুনেন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সকল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন