- বাংলাদেশ
- যাত্রাবাড়ীর আ’লীগ নেতা হাবু হত্যায় ফাহিম ফের রিমান্ডে
যাত্রাবাড়ীর আ’লীগ নেতা হাবু হত্যায় ফাহিম ফের রিমান্ডে

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি যাত্রাবাড়ী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিমকে ফের দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার তাকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। ১৬ আগস্ট রাতে ফাহিমসহ এজাহারভুক্ত আসামিরা ছুরি, চাপাতি ও চাকু দিয়ে হাবুর পেটের ডানপাশে আঘাত করে। এতে হাবুর মৃত্যু হয়।
মন্তব্য করুন