বাড়তি ভাড়া নেওয়ায় গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি বাসে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৪টি স্থানে ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

অভিযানে আরও ৫০টি বাস কর্তৃপক্ষকে ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত রুট অমান্য করা, হালনাগাদ কাগজ না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং ফিটনেস সনদ না থাকায় জরিমানা করা হয়। রুট পারমিট না থাকায় ১টি বাস ডাম্পিং করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে এক দালালকে।