জরুরি সরকার গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৬৮ সদস্য। 

গতকাল মঙ্গলবার আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজার পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতির সঙ্গে ১৬৮ আইনজীবীর নাম, সই ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইডি নম্বরও যুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'দেশের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। অনেকের পক্ষে দু-বেলা পেট ভরে খাওয়া সম্ভব হচ্ছে না। দেশে নৈরাজ্য ও অপরাধ বেড়েই চলেছে।' আগামী নির্বাচন আয়োজন প্রসঙ্গে বিবৃতিদাতারা বলেন, 'যদি মধ্যবর্তী নির্বাচন হয়, তা অবশ্যই সংসদীয় গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী হতে হবে।