- বাংলাদেশ
- ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

দিল্লির মান্ডি হাউসে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে যৌথ সভা অনুষ্ঠিত হয়- সমকাল
ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ বাংলাদেশে উল্লেখ করে ভারতীয় শিল্পপতিদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘অনুগ্রহ করে আপনারা পূর্ব পানে তাকান। বিনিয়োগ ও বাণিজ্যিক ভাবনায় বাংলাদেশকে সংযুক্ত করুন। ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ ওখানেই।’
মঙ্গলবার রাতে দিল্লির মান্ডি হাউসে ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ফিকি) এবং বাংলাদেশের ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ (এফবিসিসিআই) যৌথ আয়োজনে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় দুই দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
টিপু মুনশি বলেন, ‘ব্যবসায়ীদের কাছে আমার পরামর্শ হচ্ছে, বাংলাদেশে আসুন, বিনিয়োগের বিষয়টি দেখুন। আমাদের এখানে রপ্তানির সুযোগ আছে। আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’
দুই দেশের মধ্যে প্রস্তাবিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘নীতিগতভাবে উভয় পক্ষই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে।’
ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ ১০জন মন্ত্রীসহ বেশকিছু ব্যবসায়ী।
তাদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহেদ ফারুক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মন্তব্য করুন