- বাংলাদেশ
- আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা
আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা

একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।
বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন আল আমিনের স্ত্রী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আগামী ২৭ সেপ্টেম্বর আসামিকে হাজির হতে নোটিশ জারি করেন।
মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আল আমিন স্ত্রী ও সন্তানদের ভরণ-পোষণ দেন না এবং খোঁজখবর না নিয়ে তাদের এড়িয়ে চলছেন। এমনকি তার সঙ্গে আল আমিন কোনো যোগাযোগও করেন না।গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন বলে জানান তার স্ত্রী ইসরাত জাহান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে আল আমিন তাকে এলোপাতাড়ি কিলঘুসিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এরপর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন আল আমিনের স্ত্রী। ওই মামলায় মঙ্গলবার আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।
মন্তব্য করুন