ঢাকা মহানগরীতে চালু হতে যাওয়া মেট্রোরেলের সরকারনির্ধারিত ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

বুধবার জাতীয় কমিটির সভাপতি হাজি শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, মেট্রোরেলের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া যেখানে ১০ টাকা, সেখানে রেলের মত রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দ্বিগুণ ভাড়া সম্পূর্ণ অন্যায্য, অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য। মেট্রোরেলের অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করে আগাম ঘোষণা দেয়ায় রাজধানীবাসী চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এতে দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত সাধারণ জনগণের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় তারা আরও দুর্ভোগে পড়বেন। তেমনি বাস-মিনিবাসসহ বেসরকারি পরিবহন মালিকরা আরও বেশি লাভবান হবেন। রাষ্ট্রীয় এই পরিবহনের সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমিয়ে ১০ টাকা এবং প্রতি কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ তিন টাকা নির্ধারণের জোর দাবি জানান নেতারা। সংবাদ বিজ্ঞপ্তি।