- বাংলাদেশ
- বাংলাদেশে শেভরনের ২৫ বছর পূর্তি উদযাপন
বাংলাদেশে শেভরনের ২৫ বছর পূর্তি উদযাপন

শেভরন বাংলাদেশে তাদের কার্যক্রমের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে গত মঙ্গলবার। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনাড়াম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. নাজমুল আহসান এবং ইকোনমিক ইউনিট চিফ, ইউএস দূতাবাস, ঢাকার জোসেফ গিবলিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পেট্রোবাংলা, এনার্জি অ্যান্ড পাওয়ার রিসোর্সেস ডিভিশন, বিভিন্ন সরকারি সংস্থা, আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এবং এফআইসিসিআই প্রতিনিধি, মিডিয়া এবং সামাজিক বিনিয়োগ অংশীদার এবং শেভরনের কর্মচারীরা।
এসময় এরিক এম ওয়াকার বাংলাদেশের জ্বালানি খাতে শেভরন বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যত সুযোগ নিয়ে কথা বলেন।
ড. তৌফিক-ই-এলাহী, মাহবুব হোসেন এবং নাজমুল আহসান সবাই দেশে প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহে শেভরনের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের সুযোগ নিয়ে কথা বলেন।
জনগণকে বিদ্যুৎ সরবরাহের জন্য পরিষ্কার, নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশ সরকার এবং পেট্রোবাংলার সাথে অংশীদারিত্বের মাধ্যমে গত ২৫ বছর ধরে শেভরন যে অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে অনুষ্ঠানে সে বিষয়টি তুলে ধরা হয়।
বাংলাদেশে শেভরনের কার্যক্রম, ১৯৯৫ সাল থেকে শুরু হয়। অনুষ্ঠানে জ্বালানি খাতে অবদান এবং সামাজিক বিনিয়োগ কর্মসূচি সম্পর্কে একটি ভিডিও প্রদর্শন করা হয়। পরে অতিথিদের জন্য কুইজ, ডিনার এবং সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মন্তব্য করুন