- বাংলাদেশ
- ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান
ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান

ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন বিচারক মো. আছাদুজ্জামান। বুধবার এই পদে যোগদান করেন তিনি। এর আগে তিনি রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানের পর ঢাকার আদালতের কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইন কর্মকর্তা এবং কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করে আছাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় বিচারক আছাদুজ্জামান সবাইকে আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। পাশাপাশি বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার তাগিদ দেন তিনি।
মো. আছাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি বরগুনা, পাবনা ও রাজশাহীর জেলা ও দায়রা জজ সহ বিভিন্ন আদালতে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন