ইমাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলীসহ ৬ জনকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।

রোববার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।

এর আগে পাওনাদার ন্যাশনাল ব্যাংক ঋণখেলাপিদের বিরুদ্ধে দেওয়ানি সাজা দেওয়ার আবেদন করেন। আদালতে বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য জানান।

দণ্ডিতরা হলেন- শিল্পপতি মোহাম্মদ আলী, তার স্ত্রী জেবুন নাহার, তাঁদের ছেলে আলী ইমাম, মনির আহম্মদ সওদাগর, ফেরদৌস বেগম ও রিজিয়া বেগম।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে ঋণ নেন মোহাম্মদ আলীর মালিকানাধীন মেসার্স মাস্টার্ড ট্রেডিং। কিন্তু সেই ঋণ পরিশোধ না করায় খেলাপি হয়ে যায়। ন্যাশনাল ব্যাংক লিমিটেড অর্থঋণ জারি মামলা করেন। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ১৮৬ কোটি ৯৩ লাখ টাকা। এই টাকা আদায়ে জারি মামলা অর্থঋণ আদালতে বিচারাধীন।

অভিযুক্ত মোহাম্মদ আলী দেশত্যাগ করেছেন বলে আদালতে অভিযোগ করেন ব্যাংকের আইনজীবী। ব্যাংকের কাছে তাঁদের বন্ধক রাখা সম্পত্তি আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। ওই সম্পত্তি ডিক্রিদার ব্যাংক বিক্রির চেষ্টা করে ব্যর্থ হন বলে আদালতকে জানানো হয়।