জামালপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পুলিশের পক্ষ থেকে তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। 

শুনানি শেষে জামালপুর সদর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিয়া আরজু তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- নিহত কাজলী আক্তারের সাবেক স্বামী আলম হোসেন ইমরান, কাজলী আক্তারের ‘প্রেমিক’ শামীম হাসান ও তার সহযোগী মামুন মিয়া।

আগামী সাত দিনের মধ্যে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটনের নির্দেশ দেন আদালত। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। 

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে জামালপুর সদর উপজেলার বানার নয়াপাড়া গ্রামের মোস্তফা কামালের স্ত্রী জোসনা বেগম ও তার মেয়ে কাজলী আক্তার ময়না বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন সকালে রানাগাছা কুমারিয়া গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে মেয়ে কাজলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়ের মরদেহ উদ্ধারের পরদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী এলাকার বানার খাল থেকে উদ্ধার করা হয় জোসনা বেগমের মরদেহ।

এই ঘটনায় কাজলী আক্তারের সাবেক স্বামী আলম হোসেন ইমরানসহ ৬ জনকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন জোসনার স্বামী ও কাজলীর বাবা মোস্তফা কামাল।