- বাংলাদেশ
- পরিবেশ বিষয়ে হালনাগাদ পরিসংখ্যান তৈরির তাগিদ
বিবিএস ও বিশ্বব্যাংকের কর্মশালা
পরিবেশ বিষয়ে হালনাগাদ পরিসংখ্যান তৈরির তাগিদ

প্রতীকী ছবি
দেশের উন্নয়ন কতটা পরিবেশসম্মত হচ্ছে তা পরিমাপে হালনাগাদ পরিসংখ্যান থাকা প্রয়োজন। এ সব পরিসংখ্যান যাতে মানসম্পন্ন হয় সে দিকেও নজর রাখতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বিশ্বব্যাংক আয়োজিত কর্মশালায় বক্তারা একথা বলেন। টাঙ্গাইলের করটিয়ার ওয়াটার গার্ডেনে তিন দিনের এই কর্মশালা সোমবার শেষ হয়েছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক উন্নয়নে পরিবেশ সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে পরিবেশ বিপর্যয় এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। তবে এর ব্যাপকতার বিষয়টি এখনও যথাযথভাবে পরিমাপ করা হয়নি। কোন প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে পরিস্থিতি- সে বিষয়ে যথাযথ পরিসংখ্যান প্রয়োজন।
বিবিএসের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগসংক্রান্ত পরিংখ্যান (ইসিডিএস) প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম সমকালকে বলেন, সবুজ উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কতটা হচ্ছে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মশালায়। বনাঞ্চল, ভূমি ও জলজ সম্পদের নির্বাচিত ১৭টি ইস্যুর কোনটির কী ধরনের পরিবর্তন হচ্ছে, এসব সম্পদের অর্থমূল্য কত, কীভাবে তা আহরণ করা যাবে- সে সম্পর্কিত পরিসংখ্যান বিষয়ে বড় আকারে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে কর্মশালায়। তিনি জানান, এ মাসেই এ ধরনের অন্তত দুটি গবেষণা শুরু করবে বিবিএস। আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন আকারে তা প্রকাশ করার লক্ষ্যের কথা জানান তিনি।
মন্তব্য করুন