- বাংলাদেশ
- এজলাস পরিচালনায় দেরি, আইনজীবীদের হট্টগোল
এজলাস পরিচালনায় দেরি, আইনজীবীদের হট্টগোল

ফাইল ছবি
এজলাস পরিচালনায় দেরি করায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের কক্ষে হট্টগোল ও প্রতিবাদ করেছেন আইনজীবীরা। এতে বিচারক এজলাস ত্যাগ করে খাসকামরায় চলে যান। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
ঢাকা বারের এক আইনজীবী বলেন, আদালতের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সকাল সাড়ে ৮টায়। কিন্তু বিচারক আদালতে ওঠেন ৯টা ৫১ মিনিটে। এ সময় আইনজীবীরা প্রতিবাদ জানালে বিচারকের সঙ্গে তাঁদের তর্ক হয়। এর পরই বিচারক এজলাস ত্যাগ করে খাসকামরায় চলে যান। এক প্রত্যক্ষদর্শী জানান, এ প্রেক্ষাপটে আদালতে পুলিশ সদস্যরা বিচারকের নিরাপত্তার জন্য আসেন এবং আইনজীবীরাও স্লোগান দিতে থাকেন। পরে ঢাকা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন বিচারক ফের এজলাসে ওঠেন।
ঢাকা বারের আরেক আইনজীবী জানান, সরকারি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত আদালত চলার নির্দেশনা রয়েছে। কিন্তু রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই বিচারক আদালতের বিচারকার্য চালিয়েছেন। এতে একদিকে সরকার বিদ্যুৎ সাশ্রয় থেকে বঞ্চিত হয়েছে, অপরদিকে বিচারপ্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে কষ্ট করে বিচারের আশায় রয়েছেন। আইনজীবী ও বিচারপ্রার্থীরা সকাল ৭টার মধ্যে আদালতে আসেন। সেক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সকালে আদালত বসলে সবাই উপকৃত হবে।
মন্তব্য করুন