বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতির জনকের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার নবগঠিত কমিটির সভাপতি ডাঃএস এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও সার্বিক ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ শেখ আবদুল্লাহ আল মামুন'র নেতৃত্বে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাঃ শেখ আবদুল্লাহ আল মামুন, কাজী রেহান সোবহান, ইঞ্জিনিয়ার মাইনুর রহমান, খন্দকার নজরুল ইসলাম,জালাল উদ্দিন তুহিন, ডা: তরিকুল আলম ফিরোজ, ডা: সাহেদ ইমরান, সাখাওয়াত ইসলাম খোকন, ডা: রথীন্দ্রনাথ সরকার,  ড.হানিফ সিদ্দিকী, মিজান ইবনে হোসেন,ড.সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, ঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি