- বাংলাদেশ
- বকেয়া বিল না দিলে কাটা পড়বে বিদ্যুৎ সংযোগ
বকেয়া বিল না দিলে কাটা পড়বে বিদ্যুৎ সংযোগ

প্রতীকী ছবি
নোটিশের পরও যাঁরা বিদ্যুতের বকেয়া বিল দেননি, তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছে বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, গত ১ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন, নোটিশ দেওয়ার পরও গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ কেটে দেওয়ার। এই নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের সব বিতরণ সংস্থাকে বকেয়া বিল আদায়ে নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এরপর বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিতরণ কোম্পানি ওজোপাডিকোর আওতাধীন সিটি করপোরেশন ও পৌরসভার বিদ্যুৎ বিলের বকেয়া ১৮ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ না করলে বিদ্যুৎ আইন-২০১৮ এর ১৮(১) ধারা অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে উল্লেখ করে ৭ সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়। নোটিশের পরও বিল পরিশোধ ও যোগাযোগ করেনি, এমন সিটি করপোরেশন ও পৌরসভার ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরই মধ্যে ১৬টি বিদ্যুৎ সংযোগের বিপরীতে ৩ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৯৯ টাকা বকেয়া আদায় করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো সিটি করপোরেশন/পৌরসভা আইন অমান্য করে ওজোপাডিকোর সঙ্গে যোগাযোগ ছাড়াই নিজেরা বিদ্যুৎ লাইন সংযোগ করে নিচ্ছে, যা আইনের পরিপন্থি। এ ধরনের সংযোগ নেওয়ার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিদ্যুৎ বিভাগ বা তার বিতরণ সংস্থা কোনো দায় নেবে না। পরবর্তীতে নিয়মবহির্ভূত সংযোগ ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন