‘রিথিংকিং ট্যুরিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেলে কেক কেটে ও পায়রা উড়িয়ে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ, প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. আমিনুর রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর ও এক্সিকিউটিভ এমবিএ ড. শরিফুল আলম খন্দকার, হোটেল শেরাটন ঢাকা ও ওয়েস্টিন ঢাকা-এর সিইও সাখাওয়াত হোসাইন ও ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ হাবিব আলী। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক সামশাদ নওরীণ।

ইন্ডাস্ট্রির চাহিদা মোতাবেক কারিকুলাম পুনর্বিন্যাস করার পরামর্শ দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগে নানা অনুসঙ্গের সংযোজন ঘটিয়ে কারিকুলাম পুনর্বিন্যাস করা খুব জরুরি। যাতে বাস্তবধর্মী, জীবনমুখী সকল বিষয়ে ধারণা পেয়ে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশ করে।