সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের অভিযোগের সংখ্যা খুবই কম। ২০২১ সালে তথ্য কমিশনে শুনানির জন্য আমলে নেওয়া হয় ২৩৪ অভিযোগ। এর মধ্যে ২২৫টিই পুরুষদের, নারীদের মাত্র ৯টি। অর্থাৎ অভিযোগকারীদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ৪ শতাংশ। এই প্রেক্ষাপটের মধ্যেই আজ বুধবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। 'তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক' স্লোগানে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি সুশাসনের অন্যতম নিয়ামক। তাই তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে প্রণীত হয়েছে তথ্য অধিকার আইন-২০০৯। এ আইনের মাধ্যমে নাগরিকরা তথ্যে প্রবেশাধিকার পাচ্ছেন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেছেন, তথ্য কমিশন সরকারের সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলস কাজ করছে।

বিষয় : তথ্য অধিকার দিবস

মন্তব্য করুন