- বাংলাদেশ
- ছাত্রলীগ নেত্রী রিভা-রাজিয়াসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছাত্রলীগ নেত্রী রিভা-রাজিয়াসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানা (ডানে)
রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আট জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী বাদী হয়ে এ আবেদন করেন। এ ছাড়া মামলায় ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী নূর ই আলম সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে রুম থেকে টেনেহিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদেশ পরে দেবেন বলে জানান।
মামলার অন্য আসামিরা হলেন- ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার জ্যোতি ও নূর জাহান আক্তার।
মন্তব্য করুন