- বাংলাদেশ
- শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট

প্রধানমন্ত্রীর জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন মোস্তাফা জব্বার। ছবি-সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটাকার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করেছে।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শেখ হাসিনার রাজনৈতিক জীবনের ওপর ঢাকা জিপিও প্রাঙ্গণে দুইদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
বুধবার ঢাকায় জিপিও মিলনায়তনে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এর আগে মন্ত্রী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা জিপিও মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও তার সাড়ে আঠার বছরের শাসনামলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা হয়েও তিনি অতি সাধারণ পোশাক পরিচ্ছদ পছন্দ করতেন। ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু করেন। তার সাড়ে আঠার বছরের শাসনকাল বিশ্বে বাংলাদেশ আজ অগ্রগতির প্রতিটি খাতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতার শিখরে অধিষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন