- বাংলাদেশ
- করোনায় আক্রান্ত নাসিম শাহ
করোনায় আক্রান্ত নাসিম শাহ

ভারতের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধাক্কা খেল পাকিস্তানও। করোনায় আক্রান্ত হলেন দেশটির পেসার নাসিম শাহ। প্রথমে সন্দেহ করা হয়েছিল তার হয়তো নিউমোনিয়া হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নাসিম কোভিডে আক্রান্ত। ফলে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
মঙ্গলবার বিকেলে অসুস্থবোধ করেন নাসিম। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নাসিমের বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া হয়েছে। নাসিমের জ্বরও এসেছিল। ডেঙ্গুতেও একই রকম উপসর্গ থাকায় এবং করাচিতে ডেঙ্গুর সংখ্যা বাড়তে থাকায় সেই পরীক্ষাও করানো হয়। শেষে দেখা যায়, নাসিমের কোভিড হয়েছে। তাকে বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে এসেছেন হোটেলে। তবে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ইনজুরিতে পড়া শাহিন শাহ আফ্রিদির বদলি হিসেবে দলে সুযোগ পান নাসিম। সেখানে দারুণ পারফর্ম করে সকলের নজর কাড়েন ১৯ বছর বয়সী এই পেসার। টুর্নামেন্টে টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে ২ উইকেটসহ ৬ ম্যাচে তুলে নেন ৭ উইকেট। পাশাপাশি, সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ছক্কা মেরে জয়সূচক রানও এনে দেন এই ক্রিকেটার।
পিসিবির আশা, আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন নাসিম শাহ। নিউজিল্যান্ডে অনুষ্টিতব্য ত্রিদেশীয় সিরিজ়ে খেলবে বাংলাদেশও। নাসিম অবশ্য সেই দলের সঙ্গে উড়ে যাবেন কি না, তা এখনও পরিষ্কার নয়।
মন্তব্য করুন