- বাংলাদেশ
- আলোচনা সভায় মামুনুল হকের মুক্তি দাবি
আলোচনা সভায় মামুনুল হকের মুক্তি দাবি

আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা।
প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ছিল আজ শুক্রবার। 'শায়খুল হাদিস পরিষদ' আয়োজিত এ কর্মসূচি আদতে ছিল আল্লামা আজিজুল হকের ছোট ছেলে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে শোডাউন। গত বছর হেফাজতের কর্মসূচিতে সহিংসতার মামলায় মামুনুল হকসহ কারাবন্দি নেতার মুক্তির দাবি ছিল বক্তাদের মূল বক্তব্য।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মামুনুল হকের বড় ভাই বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক। কওমি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তন ছাপিয়ে মূল সড়কেও ছিল আলোচনা সভার শ্রোতা।
খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক গ্রেপ্তার হলে হেফাজতে ইসলামের পদ হারান। অসুস্থতার কারণে আলোচনা সভায় যোগ দিতে না পারলেও হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পাঠানো লিখিত বক্তব্যেও মামুনুল হকের মুক্তি দাবি করা হয়। তাঁর বরাতে বলা হয়, অনেকে বলে 'এই সরকার যত দিন ক্ষমতায় আছে, আলেমদের মুক্তি দেবে না।' এ কথা বিশ্বাস করতে চাই না। আশা করি, সরকার দাবি মানবে। সব আলেমকে মুক্তি দেবে।
আলোচনা সভায় বক্তব্য দেন মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, সিলেট মাদ্রাসার মুহতামিম মহিব্বুল হক, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী, খেলাফতের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রমুখ।
মন্তব্য করুন