- বাংলাদেশ
- আওয়ামী লীগ সরকার সব দুর্যোগে মানুষের পাশে থাকে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগ সরকার সব দুর্যোগে মানুষের পাশে থাকে: তথ্যমন্ত্রী

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থ দিয়ে মানুষের শোক মুছে দেওয়া যায় না। আওয়ামী লীগ সরকার সব রকম দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থাকে। নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের ধর্ম মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তা সরকার দিয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রধানের পক্ষ থেকে নৌকাডুবিতে প্রত্যেক নিহতের স্বজনদের ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদে আওলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমাদের দল সাধারণ মানুষের চাঁদায় চলে, আমাদের আর অন্য কোন ইনকাম নেই। আমরা যারা নেতা রয়েছি, আমরাই চাঁদা দিই।
বিএনপির মহাসচিব ফখরুল ইমলাম আলমগীরের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, তারা বিরোধী দল। মির্জা ফখরুল ইসলামের বাড়ি পাশের জেলা ঠাকুরগাঁও। আসতে যেতে লাগে এক ঘণ্টার কম সময়। কিন্তু এখনও তিনি ঘটনাস্থলে আসেননি। আমরা যাওয়ার পর তিনি আসবেন। তিনি এখানে না এসে, ঢাকায় বসে নানা ধরনের কথা বলেছেন। এরা এগুলোই করে।
১৯৯১ সালে চট্টগ্রামের ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, যত মানুষ মারা যাওয়ার কথা, তত মানুষ মারা যায়নি। প্রধানমন্ত্রী তখন বিরোদলীয় নেত্রী ছিলেন। এর জবাবে তিনি প্রশ্ন করেছিলেন, কত মানুষ মরলে তত মানুষ মারা গেছেন বলে বলা হবে।
অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে নৌ দুর্ঘটনাস্থল আওলিয়ার ঘাটে একটি ব্রিজের জন্য চেষ্টা করছি। ব্রিজের নকশা দেখিয়ে মন্ত্রী বলেন, নকশার কাজ প্রায় হয়ে গেছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে ব্রিজের কাজ শুরু হবে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবে মানবতার মা হননি। তিনি দেশের সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখানেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে এসেছি।
আওয়ামী লীগের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার সাদাৎ সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম বক্তব্য দেন। এতে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সফিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বোদার আওলিয়ার ঘাটে মহালয়া পূজা উৎসব উদযাপন করতে যাওয়ার সময় শতাধিক সনাতন ধর্মাবলম্বীসহ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার পর্যন্ত চার দিনে ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও আজ রোববার পর্যন্ত পরের চার দিনে কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। এখনও এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ শালডাঙ্গা ইউনিয়নের হাতিডুবা শিকারপুর গ্রামের মদনের ছেলে ভূপেন (৪০), একই উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়ার খগেন্দ্র নাথ বর্মনের ছেলে সুরেন (৬৫) এবং ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের শিশুকন্যা শ্রীমতি জয়া রানী (৪)।
মন্তব্য করুন