- বাংলাদেশ
- বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩

প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডায় ১০০ ফিট এলাকায় বিদ্যুতের খুঁটি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- পটুয়াখালী বাউফল উপজেলার যৌতা গ্রামের আলাউদ্দিন ফকিরের ছেলে জুয়েল শিকদার (৩০) ও একই উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে শহিদুল ফকির (২৫)। বর্তমানে তারা যাত্রাবাড়ি মিরহাজিরবাগ এলাকায় থাকতেন।
আহতরা হলেন, শাকিল (৩২) ইলিয়াছ (৩১) রেজাউল (৩০)। আহত তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ১০০ ফিট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় ৫ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন