- বাংলাদেশ
- পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়
পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়

পদ্মায় ধরা পড়া ২১ কেজি ওজনের বাঘাইড় মাছ- সমকাল
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে মঙ্গলবার ভোরে ২১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া বাহিরচর গ্রামের আ. ছাত্তার নামের জেলের জালে ওই মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া শাকিল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাজাহান শেখ জানান, মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট এলাকায় জাল ফেলেন জেলে আ. ছাত্তার। এ সময় বড় আকারের একটি বাঘাইড় মাছ তার জালে আটকা পড়ে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া বাজারের মোহন মণ্ডলের আড়তে বিক্রি করতে আনলে ওজন দিয়ে দেখা যায় মাছটি সমান সমান ২১ কেজি। পরে তিনি উন্মুক্ত ডাকের মাধ্যমে ১১৫০ টাকা কেজি দরে কিনে নেন।
শাজাহান শেখ আরও জানান, পরে ফোনে যোগাযোগ করে রাজবাড়ীর কালুখালী উপজেলার মো. নাসির উদ্দিন নামের এক ব্যাক্তির কাছে ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় মাছটি তিনি বিক্রি করেন। এতে তার ১০৫০ টাকা লাভ হয়েছে।
মন্তব্য করুন