রাজধানীর মৌলভীবাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনরিুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছদে করা হয়। এছাড়াও সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অভিযানকালে ১১টি প্রতিষ্ঠানকে (দোকান) ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৯২ ধারার ৭ উপধারায় এই জরিমানা করা হয়। 

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেলক্ষ্যে মেয়রের নির্দেশনার আলোকে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে অন্যান্যের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।