সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অভিপ্রায় অনুযায়ী বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানেক গত ৩১ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়। পরে শুন্য পদে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল পদে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে তাকে হাইকোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ দেয় সরকার।