- বাংলাদেশ
- সাইবার নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সাইবার নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

গণভবনে ন্যাশনাল ডিজিটাল সিকিউরিটি কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী। ছবি-সংগৃহীত
সাইবার নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সর্বোত্তম উপায় বের করতে এবং দেশের মানুষকে এ ব্যাপারে সতর্ক করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতিতে সভ্যতা অনেক এগিয়েছে, তবে জটিলতাও বেড়েছে। বিশ্ব আজ একটি কঠিন সময় পার করছে; বাংলাদেশও এর বাইরে নয়। তাই দেশকে আরও এগিয়ে নিতে ডিজিটাল মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের অগ্রগতি-উন্নয়ন অব্যাহত রাখতে এ ব্যাপারে সুপরিকল্পিত মতামত জরুরি।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে। চলমান করোনাকালে এই প্রযুক্তির সম্পূর্ণ সুবিধা নিয়েছি আমরা। পাশাপাশি এর নেতিবাচক ব্যবহারের বিষয়েও সতর্ক থাকতে হবে, এগুলো নিরাপত্তাব্যবস্থার জন্য হুমকি। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা, চরমপন্থা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে। এভাবে সাইবার অপরাধ এখন বড় ধরনের সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এ প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা নিশ্চিতে অন্যদের অভিজ্ঞতার আলোকে উপায় খুঁজতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ভালো ও খারাপ দুটি দিক থাকলেও কোনো জাতি এগুলো ছাড়া অগ্রসর হতে পারে না। এ খাতে গবেষণা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গবেষণা ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না।
সভায় জাতীয় ডিজিটাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন