দেশে গত ২৪ ঘণ্টায় করোনার চেয়ে ডেঙ্গুতে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪১০ জনের। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনায় একজনের মৃত্যু হলেও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪১৭ জন ঢাকার। আর ২২০ জন ঢাকার বাইরের। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১ হাজার ৭৭১ জন ঢাকার হাসপাতালে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি ৫৬২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২৮৩ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৮৭ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
এদিকে দেশে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৭৫ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।