- বাংলাদেশ
- পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তি আলিঙ্গন করতে হবে: মোস্তাফা জব্বার
পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তি আলিঙ্গন করতে হবে: মোস্তাফা জব্বার

আগারগাঁওয়ে ওয়ার্ল্ড ইনভেস্টর সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ছবি-সংগৃহীত
পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তি আলিঙ্গন করতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বাণিজ্যসহ সরকারি সেবা আধুনিক রূপান্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যাকবোন হিসেবে কাজ করছে ইন্টারনেট।
ব্রডব্যান্ড সংযোগের পাশাপাশি দেশের ৯৮ ভাগ এলাকায় মোবাইলে ফোর-জি সেবা পৌঁছে গেছে জানিয়ে তিনি বলেন, রোবটিপ, আইওটি, বিগডাটা, ব্লকচেইনসহ নতুন প্রযুক্তির প্রসারে আগামী দিনগুলোতে প্রচলিত ধারার শিল্প-বাণিজ্য পাল্টে যাবে।
তিনি আরও বলেন, স্টক এপচেঞ্জ, সিকিউরিটি এপচেঞ্জ কমিশনকে ডাটা হাব হিসেবে গড়ে তোলা হবে। আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ছাড়া শেয়ার ব্যবসার কথা মানুষ চিন্তাও করতে পারবে না। ডাটা বিশ্নেষণ করে জানা যাবে কোন শেয়ারের দাম কখন বাড়বে-কমবে।
সংগঠনের সভাপতি ড. হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম, আবদুল হালিম, ড. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা টেকসই আর্থিক ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন