- বাংলাদেশ
- রাবার কোম্পানির কাছে জমি ইজারা চুক্তি লঙ্ঘন
আইপিনিউজের আলোচনায় বক্তারা
রাবার কোম্পানির কাছে জমি ইজারা চুক্তি লঙ্ঘন

প্রতীকী ছবি
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেছেন, 'ভূমি দখল, উচ্ছেদ, আদিবাসীদের প্রতি অত্যাচার প্রতিদিনই লক্ষ্য করছি। এ ক্ষেত্রে রাষ্ট্রের যে জোরালো ভূমিকা থাকা দরকার সেটা আমরা লক্ষ্য করি না। রাবার কোম্পানির কাছে জমি ইজারা দেওয়ায় পার্বত্য চুক্তির লঙ্ঘন করা হয়েছে।'
শুক্রবার 'সংকটে লামার তিন জুমিয়া পাড়া' শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। আদিবাসীদের অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম আইপিনিউজের আয়োজনে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ম্যাথিউ চিরান।
আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজিম তিতিল বলেন, সারাদেশেই জমি সাধারণ মানুষের হাতে নেই। দেশকে বসবাসযোগ্য করেছেন বহু জাতির মানুষ। কিন্তু আজকে এ জমিগুলো বিভিন্ন করপোরেশন, ক্ষমতাধর এবং উচ্চবিত্তের কাছে আছে। সাধারণ মানুষকে ছিন্নমূল করার যে প্রক্রিয়া, আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা সে প্রক্রিয়ারই অংশ। তিনি বলেন, আদিবাসীরা যেসব জায়গা বসবাসযোগ্য করেছিলেন, সেসব জায়গা থেকে তাদের বারবার উচ্ছেদ করা হচ্ছে; বারবার স্থানান্তরে বাধ্য করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখানে একটি দর্শন আছে। দর্শনটি হলো- দেশে সব মানুষের সমান অধিকার; সবাই সব জায়গায় থাকবে। কিন্তু এ দর্শনটি বাস্তবসম্মত নয়। কেননা, সমতল থেকে যেসব মানুষকে আমরা পাহাড়ে নিয়ে গিয়ে বসতি স্থাপন করালাম, সে মানুষ পাহাড়কে বোঝে না। সে পাহাড়ে বসবাসের রীতি সম্পর্কেও জানে না।
লামার সরই ইউনিয়নের স্থানীয় যুবক প্রেন সাই ম্রো বলেন, গত ৬ সেপ্টেম্বর রাবার কোম্পানির লোকজন কলাই ঝিরিতে বিষ প্রয়োগ করে। এ ঝিরির পানি আশপাশের তিনটি গ্রামের মানুষ ব্যবহার করত। বিষ প্রয়োগের পর প্রায় দুই-তিন সপ্তাহ পর্যন্ত ঝিরির পানি খাওয়ার অযোগ্য ছিল। এ সময়ে গ্রামবাসী কেবল বৃষ্টির পানির ওপর নির্ভরশীল ছিল। অল্প পানি সবাই ভাগাভাগি করে খাওয়া শুরু করেছিল। তিনি জানান, ২৬ সেপ্টেম্বর রেং ইয়ুঙ ম্রোর তিনশ কলাগাছ কোম্পানির লোকজন কেটে ফেলে। প্রেন সাই ম্রো বলেন, তাঁদের ১৪ জনের নামে মামলা হয়েছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়িতে থাকতে পারছেন না। অনেকেই আত্মগোপনে আছেন। গ্রেপ্তার হওয়ার ভয়ে বাজারেও যেতে পারছেন না।
মন্তব্য করুন