- বাংলাদেশ
- অক্টোবরের ১০ দিনে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল
অক্টোবরের ১০ দিনে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

ছবি: ফাইল
দেশের করোনা সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করলেও প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬২৪ রাগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০১ জনে। এ সময়ে ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৯৩ জনে। তাঁদের মধ্যে মারা গেছেন ৭০ জন।
সোমবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, নতুন ভর্তি রোগীর মধ্যে ৪০৭ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের ২১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৩৯ ডেঙ্গু রোগী।
মন্তব্য করুন