- বাংলাদেশ
- বিচ্ছিন্নতাবাদী সংগঠন সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিচ্ছিন্নতাবাদী সংগঠন সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় কেএনএফসহ বিভিন্ন সংগঠন তৎপর রয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো সবসময় সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’
পাহাড়ে যাওয়া জঙ্গিদের সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি ধারণা করছেন যে জঙ্গিরা পাহাড় এলাকায় গিয়েছিল, তারা কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিল। এদের এনে জিজ্ঞাসাবাদ করার পর তথ্য জানানো হবে।
রোববার রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল ল্যাডারের (টিটিএল) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
কেএনএফের সঙ্গে জঙ্গিদের সংশ্নিষ্টতা আছে কিনা, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতার বিষয়গুলো তাঁরা খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
চলতি বছরের শুরু থেকে কেএনএফের নাম শোনা যাচ্ছে। বান্দরবানের বম নৃগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছেন বলে জানা যায়। কেএনএফ সংগঠনের নামে ফেসবুকে একটি পেজ খুলে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলা নিয়ে আলাদা রাজ্যের দাবি করার পর তারা আলোচনায় আসে। এ ছাড়া নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকস্ফীয়া (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার)-এর সঙ্গে যুক্ত হয়ে দেশের ১৯টি জেলা থেকে ‘হিজরতের’ নামে ৫৫ জন তরুণ ঘর ছেড়েছেন বলে সম্প্রতি র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের অনেকে বান্দরবানের দুর্গম এলাকায় প্রশিক্ষণে অংশ নিয়েছে।
২৪ তলা ভবনের আগুন নেভানোর মই পেল ফায়ার সার্ভিস
বিশ্বের সর্বাধিক উচ্চতার মই (ল্যাডার) সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের দুটি গাড়ি যুক্ত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যান্ত্রিক বহরে। টার্ন টেবল ল্যাডার (টিটিএল) নামের এই গাড়িটি দিয়ে ৬৮ মিটার উচ্চতা অর্থাৎ বহুতল ভবনের ২৪ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করা যাবে। গতকাল সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন এই গাড়ির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী দুটি টিটিএল গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে নিহত ১৩ ফায়ার ফাইটারকে ‘অগ্নিবীর’ খেতাবে ভূষিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
মন্তব্য করুন