বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার এ আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়। কার্যতালিকার ক্রমানুসারে ওই বেঞ্চে আবেদনটির শুনানি হবে।

মিন্নির আইনজীবী জেড আই খান পান্না জামিন আবেদনের তথ্য সাংবাদিকদের জানান। এর আগে গত ১৯ জানুয়ারি রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।

রিফাত হত্যা মামলায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর রায় দেন। রায়ে নিহতের স্ত্রী আয়শা আক্তার মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চারজন খালাস পান। এর আগে ২০১৯ সালের ২৬ জুন সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা করে। এ ঘটনায় নিহত রিফাতের বাবা আবদুল আলিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা করেন। মামলায় পরে রিফাতের স্ত্রী মিন্নিকেও আসামি করা হয়।