মাদারীপুরের চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন বিচারক।

বুধবার বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

ফাঁসির আসামিরা হলেন- মাজারুল ইসলাম মজনু ( ৫০), মাছিম শেখ (৪৮) ও জসিম শেখ (৪৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) ও সুজাল মাতুব্বর (৬০)। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজার হাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেজো ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি করে। এর পরদিন নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

২০০৫ সালের ৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুর সহকারী পুলিশ সুপার ( সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারকাজ চলাকালে ৫ আসামি বন্দুকযুদ্ধে মারা যান এবং আরও ৪ আসামি স্বাভাবিকভাবে মারা যান। দীর্ঘ ১৯ বছরের বিচারিক কার্যক্রম শেষে আজ বুধবার এ রায় দেন আদালত।

মামলার বাদী সেলিনা খানম বলেন, ‘এই রায়ে আমরা খুশি। এই রায় যেন উচ্চ আদালতেও বলবৎ থাকে এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানাই।’

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং সমকালকে বলেন, রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর যুক্তিতর্ক শেষে আদালত এই মামলায় ৩ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।