- বাংলাদেশ
- ছাত্রীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
যৌন হয়রানির প্রতিবাদ
ছাত্রীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

তিতুমীর কলেজ ছাত্রলীগের উপমানব উন্নয়নবিষয়ক সম্পাদক ইমাম হাসান শুভ
যৌন হয়রানির প্রতিবাদ করায় রাজধানীর বাঙলা কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি ও জিম্মি করে ৩ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে এ ঘটনার শিকার হন ওই শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীকে হয়রানি এবং টাকা হাতিয়ে নেওয়ার একটি ভিডিও সমকালের হাতে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম হাসান শুভ তিতুমীর কলেজ ছাত্রলীগের উপমানব উন্নয়নবিষয়ক সম্পাদক। তিনি বনানী থানা ছাত্রলীগেরও সহসভাপতি।
ভুক্তভোগী অনার্স দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী ফেসবুকে এক পোস্টে ঘটনার বিস্তারিত জানান। যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে কিছুক্ষণ তিতুমীর কলেজ মাঠে অবস্থান করেছিলেন তিনি। এ সময় ওই কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ মাঠের মধ্যে তাকে উত্ত্যক্ত করে। সে বাজে ভাষায় টিজ করতে থাকে, একাধিকবার প্রেমের প্রস্তাব দেয়।
এর প্রতিবাদ করলে শুভ ও তার সহযোগীরা তার সঙ্গে থাকা ছেলে বন্ধুদের বেধড়ক মারতে থাকে। এরপর তাদের বাইকের ক্ষতি করার অভিযোগ তুলে ১০ হাজার টাকা দাবি করে। তা দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে ২০-২৫ জন মিলে তাদের হেনস্তা করে। এ সময় তিনি অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যান। এক পর্যায়ে ৩ হাজার টাকা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
এ বিষয়ে শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়লকে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। ক্যাম্পাসে শুভর কোনো তৎপরতা নেই। এ বিষয়ে সভাপতিকে নিয়ে ভুক্তভোগী মেয়ের সঙ্গে কথা বলা হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হলে শুভর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ নেই।
মন্তব্য করুন