- বাংলাদেশ
- শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে ক্রমাগত উন্নয়ন হয়েছে
শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে ক্রমাগত উন্নয়ন হয়েছে
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শত বাধা সত্ত্বেও বাংলাদেশ স্থানীয় ও বৈশ্বিকভাবে এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ক্রমাগত উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের পর রাজপথ বিএনপি দখল করবে বলে যে কথা বলা হচ্ছে তা দলটির রঙিন খোয়াব। ডিসেম্বর এলে খোঁজই থাকবে না তাদের।
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 'দ্য মাইন্ড বিহাইন্ড মিরাকলস: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি। উপকমিটি চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ডেনমার্ক, চীন, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ঢাকার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।
সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার-হয়রানি নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খুলনায় সন্ত্রাসীদের বিএনপি জড়ো করেছে। সে জন্য তাদের খোঁজ পেলে তল্লাশি তো করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা জনগণের ভালো করতে চেয়েছেন, গণতন্ত্র ফেরত আনতে চেয়েছেন, দুর্নীতি ও জঙ্গিবাদ দূর করতে চেয়েছেন।
মূল প্রবন্ধে ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে অনেকে তুলনা করলেও এ তুলনা ভিত্তিহীন। কারণ প্রবৃদ্ধির আনুপাতিক ঋণ অনুযায়ী দক্ষিণ এশিয়াসহ অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ সময়ে তিনি শেখ হাসিনার নেতৃত্বের ওপর আস্থা রাখতে আহ্বান জানান।
মন্তব্য করুন