ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা সংশোধন, সংবাদমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- সাংবাদিকদের নিয়মিত বেতনভাতা না দিলে ব্যবস্থা গ্রহণ, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ, সচিবালয়ে পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত বাতিল ও গণমাধ্যমের সাপ্তাহিক ছুটি দুই দিন করা।

সমাবেশে বিএফইউজের-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজবোর্ড শুধু বাসস ছাড়া দেশের আর কোথাও বাস্তবায়ন নেই। এক দেশে এমন দুই আইন কীভাবে হয়! আরেকটা হলো আমাদের কাজ করার অধিকার। তাহলে অ্যাক্রিডেটেশন কার্ড কমানো হচ্ছে কেন? এরপর রয়েছে ডিজিটাল সিকিউরিটি আইন। এতে করে আইনের প্রয়োগ এবং অপপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। চার বছর আগে যখন এই আইন পাস হয়, তখন আইনমন্ত্রী বলেছিলেন কোথাও সাংবাদিকদের নামে মামলা হলে আমি নিজে আইনজীবী হিসেবে দাঁড়াবো। আজ আইনমন্ত্রী কোথায়? তিনি আরও বলেন, অধিকার, নিরাপত্তা ও মর্যাদার জায়গায় আজ সাংবাদিকরা পিছিয়ে যাচ্ছে।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সচিবালয় রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন কুমার বিশ্বাস এবং ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহামন জিহাদ।