আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ, সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তেতুঁলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।