- বাংলাদেশ
- এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট
এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট

প্রতীকী ছবি
এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক পালায় (শিফট) চলবে।
আজ রোববার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে এ নিয়ম কার্যকর করা হবে।
তিনি বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব।
মন্তব্য করুন