
ফাইল ছবি।
১২টি বাস পুড়িয়ে দেওয়ার মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজকে হাইকোর্টের দেওয়া ৮ সপ্তাহের আগাম জামিন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ রোববার এই আদেশ দেন। এর আগে গত ২৬ অক্টোবর বরকত-রুবেলের স্ত্রীকে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
গত ১২ মার্চ বরকত ও রুবেলের ১২টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়। বাসগুলো দুই ভাইয়ের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের। দুই ভাই আগে থেকেই দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের মামলায় কারাগারে ছিলেন।
পুলিশের বক্তব্য, অর্থ পাচার মামলায় আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের ২২টি বাস আলামত হিসেবে ২০২০ সালে জব্দ করেছিল সিআইডি পুলিশ। বাসগুলো ফরিদপুর শহরের গোয়ালচামটে ওজোপডিকো কার্যালয়ের সামনে রাখা হয়। বাসগুলোর মধ্যে ১০টি সেড দিয়ে ঘেরা ছিল এবং ১২টি ওই জায়গার পাশে নিচু জমিতে রাখা ছিল। গত ১২ মার্চ পৌনে ১টার দিকে ১২টি বাসের একটিতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন অন্য বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২১ মার্চ বরকত ও রুবেলের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তিনজনের মধ্যে দুইজন ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে বরকত-রুবেলের স্ত্রীর নামও উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বরকত ও রুবেলে স্ত্রীরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
মন্তব্য করুন