- বাংলাদেশ
- ‘তামাকমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নে বাধা দিচ্ছে কোম্পানি
‘তামাকমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নে বাধা দিচ্ছে কোম্পানি

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু নানা পন্থায় তামাক কোম্পানিগুলো প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত করতে প্রতারণার আশ্রয় নিচ্ছে।
রোববার রাজধানীর বিএমএ ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)-এর আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।
মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্বা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক এড. সৈয়দ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু তামাক কোম্পাানিগুলো নানাভাবে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে। কোম্পানিগুলো প্রতারণার আশ্রয় নিয়ে আইন সংশোধনে বিলম্ব করাচ্ছে।
অধ্যাপক ড. অরূপরতন বলেন, তামাক বিরোধী আন্দোলন গণমাধ্যম আশাব্যঞ্জন ভূমিকা রয়েছে। নৈতিক বোধ থেকে সংবাদমাধ্যমের আরো সক্রিয় হওয়া উচিত। হোসেন আলী খোন্দকার বলেন, তামাকের ব্যবহার রুখতে আইন সংশোধন করা হচ্ছে। তামাক নিয়ন্ত্রণে আরও প্রচার জরুরি। শ্যামল দত্ত বলেন, তামাক নিয়ন্ত্রণে দৈততা রুখতে হবে। সৈয়দ মাহবুবুল আলম জানান, তামাক কোম্পানি কৌশলে কর ফাঁকি দিচ্ছে। কিশোর-তরুণদের নেশাগ্রস্ত করতে নতুন নতুন পন্থা নিচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন