- বাংলাদেশ
- বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

শনিবার সকালে 'বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম'র একটি সেমিনারে তিনি এ মন্তব্য করেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস নিয়ে এ সেমিনার আয়োজন করে 'বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম'।
এতে ক্ষমতাসীন দলের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং 'বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম'র সভাপতি ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।
গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা উদার গণতন্ত্রই শুধু গণতন্ত্র নয়। চীনও গণতন্ত্রকে মূল্য দেয়। তবে কেবল ভোট দেওয়াটাই গণতন্ত্র নয়। আমরাও গণতন্ত্র চর্চা করি।
বাংলাদেশের পানি সমস্যা সমাধানে তিস্তা ব্যারেজ প্রকল্পকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে লি জিমিং বলেন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা তা গ্রহণ করেছি। এটা নিয়ে সমীক্ষা চলছে। তিস্তা প্রকল্প নিয়ে যে বাইরের চাপ আছে সেটি আমরা বুঝতে পারি। এ প্রকল্প ভূ-রাজনৈতিকভাবে স্পর্শকাতর।
তিস্তা ব্যারেজ প্রকল্পে চীন বিনিয়োগে আগ্রহী জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার এই প্রকল্প বাস্তবায়ন করতে চাইলে চীন সব ধরনের সহায়তা দেবে। প্রকল্পটি চীন অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে। এটি বাস্তবায়নে বাধা চীন নয়। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ সরকারের চাওয়া। বাংলাদেশ চাইলে চীন এটি বাস্তবায়ন করবে।
বাংলাদেশ ভাটির দেশ জানিয়ে তিনি বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই অনুযায়ী সীমান্তের কাছে কোনো বাঁধ নির্মাণ করা হবে না এবং বিপরীত স্রোতের কারণে উজানের দেশের জন্য এটি ক্ষতিকর নয়। এই প্রকল্পটি উজানের দেশের জন্য কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। আমাকেও কয়েকজন বলেছে, এই প্রকল্পের বিষয়ে যেন আমি সাবধানে থাকি। কারণ ভূ-রাজনৈতিকভাবে এটি খুবই স্পর্শকাতর।
মন্তব্য করুন