বাংলাদেশের খামারিদের বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক খামারি উৎসবের। আগামী ৩ ডিসেম্বর এ উৎসবে দেশের পাশাপাশি অন্য দেশের খামারিরাও অংশ নেবেন।

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবের লোগো, টিকিট এবং র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার উন্মোচন হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন জানান, সংগঠনের মাধ্যমে আমরা খামারিদের দাবি পূরণে কাজ করছি। আমাদের আন্দোলনের ফলে ইতোমধ্যে অনেক দাবি পূরণ হয়েছে। এবারের উৎসবের মধ্য দিয়ে সারা বিশ্বের খামারিদের সঙ্গে মেলবন্ধন রচনা হবে। ফলে ডেইরি খাত আরও সমৃদ্ধ হবে।

জমকালো আয়োজনে র‌্যাফেল ড্রতে গাড়ি ও মোটর সাইকেলসহ আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান। তিনি জানান, পরিবার-পরিজন নিয়ে খামারিরা আনন্দ আয়োজনে উপস্থিত থাকতে পারবেন। সারাদেশে র‌্যাফেল ড্রয়ের টিকিটের বুথ থাকবে। টিকিট সংগ্রহ করলে শ্যামলী পরিবহনে বাস ভাড়া ২৫ শতাংশ ছাড়ের পাশাপাশি নানা পুরস্কার থাকছে।