- বাংলাদেশ
- খসড়া কাটাছেঁড়া ১২ বছর, তবুও হচ্ছে না শিক্ষা আইন । সংবাদ পর্যালোচনা
খসড়া কাটাছেঁড়া ১২ বছর, তবুও হচ্ছে না শিক্ষা আইন । সংবাদ পর্যালোচনা
শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে না প্রস্তাবিত শিক্ষা আইন। আইনটি প্রণয়নে দীর্ঘ এক যুগ ধরে চলেছে আলোচনা-পর্যালোচনা। ২০১১ সাল থেকে বৈঠক হয়েছে সর্বমোট ৫৩ বার। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আইনের খসড়া তুলে দিয়ে অংশীজনের মতামত নেওয়া হয়েছে অন্তত দু'বার। দেশের বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষকরা দিয়েছেন অভিমত। দীর্ঘ এ সময়ে আইনের খসড়া বারবার কাটাছেঁড়া হয়েছে। নীতিগত অনুমোদন নিতে মন্ত্রিসভার বৈঠকে উঠেছে দু'বার। এর পরও আইনের খসড়া চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এখন আইনটি আদৌ হবে কিনা সেই প্রশ্ন উঠেছে।
আইনটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পাঁচ দফা বৈঠক করেছে এ মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রণালয়ের আইনের খসড়া সন্তুষ্ট করতে পারেনি সরকারের নীতিনির্ধারকদের। ফলে দীর্ঘ ১২ বছর পর এসে শূন্য ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মযজ্ঞের। সর্বশেষ পঞ্চমবারের মতো পর্যালোচনা শেষে প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া ফেরত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আলোচনা করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সহ-সম্পাদক উম্মে রাহী।
মূল প্রতিবেদন: খসড়া কাটাছেঁড়া ১২ বছর, তবুও হচ্ছে না শিক্ষা আইন
মন্তব্য করুন