- বাংলাদেশ
- নির্বাহী ক্ষমতায় সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারে সরকার: খালেদা প্রসঙ্গে আইনমন্ত্রী
নির্বাহী ক্ষমতায় সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারে সরকার: খালেদা প্রসঙ্গে আইনমন্ত্রী

'বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে'- সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, 'যদি বাড়াবাড়ি করেন তাহলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না করেন তাহলে এখন যে অবস্থায় আছেন তেমনই থাকবেন'।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে 'রি-ভিজিটিং দ্য হিস্টোরিক্যাল জার্নি অব দ্য ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স' শীর্ষক এক সেমিনার শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে তাঁর বাসায় রয়েছেন। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। দুটি শর্তে তাঁর সাজা স্থগিত করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন 'যদি বাড়াবাড়ি করেন তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার চাইলে যে কোনো সময় নির্বাহী আদেশের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে'। তবে খালেদা জিয়াকে আগামী নির্বাচনের আগে কারাগারে পাঠানোর কোনো চিন্তাভাবনা এখনও সরকারের নেই।
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে অবশ্যই চিন্তাভাবনা আছে। আমরা '৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই। কখন কোন সময় বাস্তবতার নিরিখে করা হবে বা করা হবে না এটি দল এবং সরকার সিদ্ধান্ত দেবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এ সেমিনার আয়োজন করে। বিলিয়া চেয়ারম্যান সংবিধান খসড়া প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জমির, মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বিলিয়া পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।
সেমিনারে আনিসুল হক বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম বাদ ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে আরও অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর করা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে বর্তমান সরকার কাজ করছে। তিনি আরও বলেন, মানুষের মনে প্রোপাগান্ডা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানুষের মন থেকে এই প্রোপাগান্ডা দূর করতে হবে।
আমীর-উল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই দ্রুততম সময়ে সংবিধান প্রণয়ন সম্ভব হয়েছিল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান এই সংবিধানও তছনছ করে দিয়েছেন।
মন্তব্য করুন